19 C
আবহাওয়া
২:৩৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » বছরের সেরা অফার নিয়ে এলো রিয়েলমি, ৯ সিরিজে ৫০০০ টাকা পর্যন্ত ছাড়

বছরের সেরা অফার নিয়ে এলো রিয়েলমি, ৯ সিরিজে ৫০০০ টাকা পর্যন্ত ছাড়

রিয়েলমি, ৯ সিরিজে

[ঢাকা, ০৩ ডিসেম্বর ২০২২] তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে এ বছরের সেরা অফার। এখন রিয়েলমি ৯ সিরিজের ফোন ক্রয়ের সময় পাওয়া যাবে অভাবনীয় ৫,০০০ টাকা পর্যন্ত মূল্যছাড়।

রিয়েলমি ৯ সিরিজের ফোনগুলো তরুণদের মাঝে বেশ জনপ্রিয়। বিশেষ করে, এই সিরিজের ‘প্রো’ ডিভাইসগুলোতে আছে অসাধারণ ক্যামেরা, দৃষ্টিনন্দন ডিজাইন ও অত্যাধুনিক প্রযুক্তির মিশেল। মিড-রেঞ্জ ফোনে ফ্ল্যাগশিপ ফিচারের অভিজ্ঞতা প্রদান করার জন্য ৯ সিরিজের ফোনগুলো ব্যবহারকারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। দারুণ ক্যামেরা, নান্দনিক ডিজাইন ও শক্তিশালী ব্যাটারি এর মতো ফ্ল্যাগশিপ-লেভেল ফিচার এবং শক্তিশালী প্রসেসর সম্বলিত এ ফোনগুলো এ সেগমেন্টের ফোনগুলোর মধ্যে সেরা পারফরমেন্স নিশ্চিত করে। এমন দুর্দান্ত সব ফোন আকর্ষণীয় মূল্যে কেনার সুযোগ নিয়ে এসেছে রিয়েলমি।

এই সিরিজের ফোনে ৫ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড় পাওয়া যাচ্ছে। এখন, রিয়েলমি ৯ ফোরজি (৮জিবি র‌্যাম+১২৮জিবি স্টোরেজ) ২ হাজার টাকা ছাড়ে মাত্র ২৪,৯৯৯ টাকায়, রিয়েলমি ৯ প্রো ফাইভজি (৮জিবি র‌্যাম+১২৮জিবি স্টোরেজ) ৪ হাজার টাকা ছাড়ে মাত্র ২৭,৯৯৯ টাকায় এবং রিয়েলমি ৯ প্রো+ ফাইভজি (৮জিবি র‌্যাম+১২৮জিবি স্টোরেজ) ৫ হাজার টাকা ছাড়ে মাত্র ৩৪,৯৯৯ টাকায় ক্রয় করা যাবে।

পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত চলবে এই মূল্যছাড়। সারাদেশে রিয়েলমি’র যেকোনো আউটলেটে উপভোগ করা যাবে এই অফার। কেনার জন্য নিকটস্থ রিয়েলমি ব্র্যান্ডশপের বিস্তারিত জানতে ভিজিটঃ  https://www.realme.com/bd/store-address

রিয়েলমি:

ই-কমার্সের বিস্তৃত প্রেক্ষাপটে দৃঢ় পারফরমেন্স এবং ট্রেন্ডি ডিজাইন সরবরাহকারী ডিভাইস হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ২০১৮ সালের মে মাসে রিয়েলমি প্রতিষ্ঠিত হয়েছিল। রিয়েলমির বিভিন্ন পণ্য প্রবর্তনের সাথে সাথে তাদের ‘পাওয়ার’ এবং ‘স্টাইল’ এর জন্য ব্যাপক স্বীকৃতি অর্জন করেছে। ভারতে রিয়েলমি দীপাবলির সময় ৩ দিনের মধ্যে ১ মিলিয়ন মোবাইল ফোন বিক্রি রেকর্ড গড়েছিল। রিয়েলমি দক্ষিণ-পূর্ব এশিয়ার লাজাদার বিক্রির রেকর্ডও ভেঙে এই প্ল্যাটফর্মের মোবাইল ফোন বিভাগে ১ নম্বর ব্র্যান্ডে পরিণত হয়েছিল। চীন, ভারত, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, মিশর ইত্যাদির মতো খুব অল্প সময়ের মধ্যেই রিয়েলমে ৬১টিরও বেশি দেশের বাজারে প্রবেশ করেছে। ফেব্রুয়ারি ২০২০, রিয়েলমি বাংলাদেশের বাজারে প্রবেশ করেছে। রিয়েলমি শক্তিশালী পারফরম্যান্স, আড়ম্বরপূর্ণ ডিজাইন, আন্তরিক পরিষেবাগুলো সরবরাহ এবং স্মার্টফোনের আরও সম্ভাবনা অন্বেষণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

bnanews24 dot com,SGN

Loading


শিরোনাম বিএনএ