কাতারে অনুষ্ঠেয় ফিফা আরব কাপ(FIFA Arab Cup 2021) ফুটবল প্রতিযোগিতায় গ্রুপ-এ, ১০ম্যাচ এর খেলায় কাতার ২-১গোলে ওমানের বিরুদ্ধে জয়ী হয়েছে।শুক্রবার(৩ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় এডুকেশন স্টেডিয়ামে এখেলা অনুষ্ঠিত হয়।
কাতারের সংবাদপত্র দি পেনিনসুলা জানায়, স্বাগতিক দেশ কাতার এই জয়ে গ্রুপ এ -৬পয়েন্ট পেয়ে শীর্ষ অবস্থানে রয়েছে। আগামী ৬ডিসেম্বর পরবর্তী খেলায় কাতার আল বায়েত স্টেডিয়ামে ইরাকের মুখোমুখি হবে।
শেষ আট দলের লড়াইয়ে এ গ্রুপ থেকে আর কোন দেশ যাবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। এ গ্রুপের অন্যদেশগুলো হল: ইরাক(২পয়েন্ট),বাহরাইন(১পয়েন্ট),এবং ওমান (১পয়েন্ট)।
দিনের অপর খেলা গ্রুপ-এ ৯ম ম্যাচ বাহরাইন বনাম ইরাকের খেলা গোল শূণ্য ড্র হয়। আল থুমামা স্টেডিয়ামে স্থানীয় সময় বিকেল ৪টায় এ খেলা শুরু হয়। ৯০মিনিট খেলেও কোন গোলের দেখা পায় নি কোন পক্ষ।
ইউনাইটেড আরব আমিরাত(UAE) জয়ী
ফিফা আরব কাপ(FIFA Arab Cup 2021) এর শুক্রবারের তৃতীয় খেলায়: গ্রুপ-বি,১১ ম্যাচ: মৌরিতানিয়াকে১-০গোলে হারিয়েছে ইউনাইটেড আরব আমিরাত । স্থানীয় সময় রাত ১০টায় এ খেলা শুরু হয়।
bnanews/GN