14 C
আবহাওয়া
১০:১৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » এআই-এর ওপর ট্রেনিং প্রজেক্ট চালু করা হবে- যুব উপদেষ্টা

এআই-এর ওপর ট্রেনিং প্রজেক্ট চালু করা হবে- যুব উপদেষ্টা

আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে ছাড় নেই : আসিফ মাহমুদ

ঢাকা : যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত যুব মেলা ২০২৪-এর উদ্বোধন করেছেন । এ সময় তিনি বলেন, আমাদের সরকার ১ কোটি ৮০ লাখ বেকারকে সহযোগিতা করবে, নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণদের শক্তিকে কাজে লাগাতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যক্রম গুলো যুগোপযোগী করা হবে। এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) এর ওপর ট্রেনিং প্রজেক্ট চালু করা হবে।

শনিবার(২ নভেম্বর) বাংলা একাডেমি প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, উদ্যোক্তাদের যুব ঋণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর। এছাড়া সরকার ও জনগণের মধ্যে দূরত্ব কমানো হবে। এবারের যুব মেলায় সারাদেশ থেকে আগত ১১২ জন উদ্যোক্তা ১১২টি স্টলে তাদের পণ্য নিয়ে এসেছেন।

 

 উপদেষ্টা আরো বলেন, পার্টটাইম ট্রাফিকের দায়িত্ব পালন করতে সহায়ক পুলিশ নিয়োগ দেবে সরকার। সরকারের সব জায়গায় তরুণদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।

 

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মোঃ সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজমসহ মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ২৪,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ