24 C
আবহাওয়া
৩:০২ অপরাহ্ণ - ডিসেম্বর ২০, ২০২৪
Bnanews24.com
Home » টস জিতে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস

টস জিতে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস


বিএনএ, ক্রীড়া ডেস্ক :  বিশ্বকাপে সেমিফাইনালের দৌড়ে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামল আফগানিস্তান ও নেদারল্যান্ডস।  টস জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডসের অধিনায়ক  স্কট এডওয়ার্ডস।

শুক্রবার (৩ নভেম্বর) লক্ষ্মৌতে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে ম্যাচটি শুরু হয়েছে। বিশ্বকাপের মঞ্চে এই দুইদলে প্রথমবার দেখা হচ্ছে ।

এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে নেদারল্যান্ডস। বিক্রমজিত সিংয়ের জায়গায় দলে ফিরেছেন ওয়েসলি বারেসি। আফগান দলেও আছে এক পরিবর্তন। নাভিন উল হকের জায়গায় দলে ফিরেছেন নূর আহমেদ।

এখন পর্যন্ত ওয়ানডেতে নয়বার মুখোমুখি হয়েছে আফগানিস্তান-নেদারল্যান্ডস। জয়ের পাল্লা ভারী আফগানদের। সাতবার জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানিস্তান। দুইবার জয় আছে নেদারল্যান্ডসের। ২০২২ সালের জানুয়ারিতে সর্বশেষ ওয়ানডেতে দেখা হয়েছিল আফগানিস্তান-নেদারল্যান্ডসের। দোহাতে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করেছিল আফগানরা।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী ও নূর আহমদ।

নেদারল্যান্ডস একাদশ: ওয়েসলি বারেসি, ম্যাক্স ওডাউড, কলিন অ্যাকারম্যান, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, স্কট এডওয়ার্ডস (উইকেটরক্ষক ও অধিনায়ক), বাস ডি লিড, সাকিব জুলফিকার, লোগান ভ্যান বেক, রোয়েলফ ভ্যান ডার মারওয়ে, আরিয়ান দত্ত ও পল ভ্যান মিকারেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ