বিএনএ, বিশ্বডেস্ক : লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর হামলায় দখলদার ইসরাইলের আরেকটি ড্রোন ধ্বংস হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, ইসরাইল সীমান্তের আল-মালকিয়া ও হুনিন গ্রামের আকাশে উড়ার সময় ইসরায়েলি ড্রোনকে আঘাত করা হয়। ড্রোনটি অস্ত্র বহন করছিল।
বিবৃতিতে আরও বলা হয়েছে, অস্ত্রবাহী ইসরায়েলি ড্রোনে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে ড্রোনটিতে আঘাত করার সঙ্গে সঙ্গে তা আকাশেই ধ্বংস হয়ে যায়। হিজবুল্লাহর বিবৃতির শেষাংশে সূরা আলে-ইমরানের ১২৬ নম্বর আয়াতের একাংশ জুড়ে দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে- ‘আর সাহায্য তো শুধু পরাক্রান্ত, প্রজ্ঞাময় আল্লাহর কাছ থেকেই আসে।’
গাজায় ইসরায়েলি পাশবিকতা শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে লেবাননের হিজবুল্লাহ। হিজবুল্লাহর হামলায় এ পর্যন্ত দখলদার ইসরাইলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হিজবুল্লাহরও বেশ কয়েক জন সেনা শহীদ হয়েছেন।
বিএনএনিউজ/এইচ.এম।