বিএনএ, বোয়ালখালী (চট্টগ্রাম) : বোয়ালখালী উপজেলার উত্তর সারোয়াতলীতে ২ দিন ব্যাপী সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে সম্প্রীতি আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ নভেম্বর) সন্ধ্যায় উত্তর সারোয়াতলী প্রদীপ সংঘের আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বেলাল হোসেন।
প্রদীপ সংঘ জগদ্ধাত্রী পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রকৌঃ শান্তনু মজুমদার মিঠুনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সারোয়াতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মোকাররম, প্রবীণ আওয়ামী লীগ নেতা আমিনুল হক বালি, সাবেক ইউপি সদস্য সুনীল দাশ, আওয়ামী লীগ নেতা তিলক বিশ্বাস, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইকবাল হোসেন, প্রদীপ সংঘের সাবেক সভাপতি ভাস্কর বিশ্বাস।
সাবেক ছাত্রনেতা দিগন্ত নাগ কপিলের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন প্রদীপ সংঘ জগদ্ধাত্রী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌঃ সুব্রত বিশ্বাস রিমন।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্থানীয় শিল্পীবৃন্দ।
বিএনএনিউজ/বাবর মুনাফ/এইচ.এম।