বিএনএ, নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৩ নভেম্বর) নোবিপ্রবি উপাচার্যের পক্ষ থেকে জাতীয় চার নেতার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এসময় এক মিনিট নীরবতা পালন করা হয়।
শ্রদ্ধা নিবেদনে কালে আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির সহ-সভাপতি ড. মোঃ আনিসুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ মাজনুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জসীম উদ্দিন, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন। এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোবিপ্রবি বিভিন্ন অনুষদসমূহের ডিন, ইনস্টিটিউটসমূহের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হল সমূহের প্রভোস্ট, শিক্ষক সমিতির সদস্য, অফিসার্স এসোসিয়েশনের সদস্য, ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। জেলহত্যা দিবস উপলক্ষে বাদ জোহর নোবিপ্রবি কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বিএনএ/শাফি, ওজি