32 C
আবহাওয়া
১:০২ অপরাহ্ণ - আগস্ট ২, ২০২৫
Bnanews24.com
Home » রোনালদোর জোড়া গোলে ম্যানইউ’র ড্র

রোনালদোর জোড়া গোলে ম্যানইউ’র ড্র

ড্র

বিএনএ স্পোর্টস ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার দিবাগত রাতে আতালান্তার মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করেছে ইংলিশ ক্লাবটি। ম্যানইউর এমন নাটকীয় ড্রয়ের নায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। দুটি গোলই করেছেন তিনি।

ঘরের মাঠে আতালান্তা ম্যাচের ১২ মিনিটে জোসিপ ইলিসিসের গোলে লিড নেয়। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+১) রোনালদো গোল করে সমতা ফেরান। বিরতি থেকে ফিরে ৫৬ মিনিটে দুভান জাপাতার গোলে আবারও লিড নেয় ইতালির ক্লাবটি। আর ম্যাচের যোগ করা সময়ে (৯০+১) রোনালদো আবারও গোল করে সমতা ফেরান এবং দলকে হারের হাত থেকে রক্ষা করেন।

এই ড্রয়ে ৪ ম্যাচ থেকে ৭ পয়েন্ট সংগ্রহ করে ‘এফ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ম্যানইউ। সমান ম্যাচ থেকে সমান পয়েন্ট নিয়ে ভিয়ারিয়াল আছে দ্বিতীয় স্থানে। ৫ পয়েন্ট নিয়ে আতালান্তা তৃতীয় ও ৩ পয়েন্ট নিয়ে ইয়াং বয়েজ আছে চতুর্থ স্থানে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ