16 C
আবহাওয়া
৭:০৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ওমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

ওমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি

স্পোর্টস ডেস্ক : আইসিসি ওমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপের( ICC Women’s T20 World Cup, 2024) নবম আসরের পর্দা উঠেছে। উদ্বোধনী ম্যাচে (Bangladesh Women vs Scotland Women) স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজায় অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশের মেয়েরা দীর্ঘদিনের বিশ্বকাপ জয়খরা কাটানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে।

২০১৪ সালের পর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো জয় না পাওয়া বাংলাদেশের মেয়েরা এবার সেই হতাশা মুছে ফেলার জন্য মরিয়া। ম্যাচের আগে অধিনায়ক জ্যোতি বলেন, “আমরা আগের বিশ্বকাপগুলোতে ভালো কিছু করতে পারিনি। তবে এই বিশ্বকাপটা আমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমরা চাই যেন এই আসরটি মনে রাখার মতো হয় এবং এই দুঃখজনক অধ্যায় শেষ করতে পারি। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই নতুন শুরু করতে চাই।”

স্কটল্যান্ড নারী দল (প্লেয়িং একাদশ): সাস্কিয়া হরলে, সারাহ ব্রাইস (উইকেটকিপার), ক্যাথরিন ব্রাইস (ক্যাপ্টেন), এলিসা লিস্টার, প্রিয়নাজ চ্যাটার্জি, ডার্সি কার্টার, লর্না জ্যাক, ক্যাথরিন ফ্রেজার, র‌্যাচেল স্লেটার, আবতাহা মাকসুদ, ওলিভিয়া বেল।

বাংলাদেশ নারী দল (প্লেয়িং একাদশ): মুরশিদা খাতুন, সাথী রানী, শোভনা মোস্তারি, নিগার সুলতানা (ক্যাপ্টেন/উইকেটকিপার), তাজ নেহার, শর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রবেয়া, নাহিদা আক্তার, মারুফা আক্তার।

বিএনএনিউজ২৪,এসজিএন,Women’s T20 World Cup

Loading


শিরোনাম বিএনএ