28 C
আবহাওয়া
৪:০৫ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েষ্টের খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ

লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েষ্টের খাদ্য ও শিক্ষা সামগ্রী বিতরণ


বিএনএ, চট্টগ্রাম :  ২ নভেম্বর পথশিশু দিবসকে কেন্দ্র করে লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রগ্রেসিভ ওয়েষ্ট  ১৩০ নগর ফুলের পথশিশুদের মাঝে শিক্ষা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা করে। রিজিয়ন চেয়ারপারসন লায়ন অধ্যাপক ববি বড়ুয়ার সঞ্চালনায় ক্লাব প্রেসিডেন্ট লায়ন ধনঞ্জয় বড়ুয়া রুবেল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি ৪ এর লায়ন্স জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পি এম জে এফ ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার ১ম ভাইস জেলা গভর্নর লায়ন এম, ডি,এম মহিউদ্দিন চৌধুরী এম জে এফ , দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল এম,জে,এফ, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন হাসান মাহমুদ চৌধুরী , সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন আদর্শ কুমার বড়ুয়া পি,এম,জে,এফ, রিজিয়ন চেয়ারপার্সন-১ লায়ন মোঃ হুমায়ুন কবির , জোন চেয়ারপার্সন লায়ন মোহাম্মদ মমতাজ ইসলাম এম জেএফ ,জোন চেয়াপারসন লায়ন মোহাম্মদ নাইমুল ইসলাম ফারিদ।

অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থিত পথশিশুদের অংশগ্রহণে ছড়া কবিতা ও গানের প্রতিযোগিতায় সেরা তিন শিশুকে আর্থিক পুরষ্কার প্রদান করেন ক্লাব এডভাইজার লায়ন আদর্শ কুমার বড়ুয়া পিএমজেএফ। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও পুরষ্কার প্রাপ্তি শিশুদের মধ্যে অনুপ্রেরণা যোগাবে বলে আশা করা যাচ্ছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী তাঁর বক্তব্যে ক্লাবের ধারাবাহিক মানবিক কর্মকান্ডের ভুয়সী প্রশংসা করে বলেন ,”আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুস্থ ও সুন্দর শৈশব দিতে পারে আগামী দিনের আলোকময় ভবিষ্যৎ প্রজন্ম।একই সাথে এই দিবসকে লায়ন জেলা ৩১৫ বি ৪ এর আওতায় মুখর পরিবেশে পালন করা হবে। ”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাব আইপিপি লায়ন গিয়াসউদ্দিন চৌধুরী , লায়ন ডা. নওশাদ আহমেদ খান , লায়ন রুপন বড়ুয়া , ক্লাব সেক্রেটারি লায়ন রঞ্জিত বড়ুয়া রক্তিম, ,ক্লাব ট্রেজারার লায়ন ছোটন বড়ুয়া লায়ন সুকান্ত বড়ুয়া বিপুল ,লায়ন শিমুল বড়ুয়া।

আরো উপস্থিত ছিলেন  আইপিপি লিও মোহাম্মদ হাছবী, প্রেসিডেন্ট লিও মোঃ মিজান,ভাইস প্রেসিডেন্ট লিও তানভীর রহমান,ভাইস প্রেসিডেন্ট লিও মোঃ ইরফান উদ্দিন,সেক্রেটারি মোঃ মাসুক হোসাইন , লিও সুস্মিতা বড়ুয়া ,সিস্টার কো-অর্ডিনেটর নাবিহা ওয়াসিমাত জয়েন্ট সিস্টার কো-অর্ডিনেটর লিও শতাব্দি দে রুপা ,টেল টুইস্টার লিও নুর উল্লাহ বকুল ,কালচারাল চেয়ারম্যান লিও সুপ্রিয়া বড়ুয়া ,আইটি অফিসার লিও দিদারুল ইসলাম, টেমার লিও নিজাম উদ্দিন ,মেম্বার লিও মুমু বড়ুয়া প্রমুখ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ