বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে রায়হান মিয়া (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।শনিবার (২ অক্টোবর) দিবাগত মধ্যরাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রায়হানকে ঢাকা নেয়ার পথে মারা যায়।নিহত রায়হান মিয়া উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের পারতলা গ্রামের ইন্নস আলীর ছেলে।
এর আগে শনিবার দুপুরে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নে পারতলা গ্রামে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেন, গত শুক্রবার বিকালে পারতলা গ্রামের একই গোষ্ঠীর জিন্নত আলীর ছেলে আরাফাত (১০) মোরশেদ আলীর ছেলে তাসকিনের (৭) পায়ের উপর দিয়ে সাইকেলের চাকা উঠিয়ে দিলে কথা কাটাকাটি শুরু হয়।পরে বিষয়টি স্থানীয়রা মীমাংসা করে দেন।পরদিন রোববার দুপুরে আবারও এই নিয়ে দুই মহিলার কথা কাটাকাটি শুরু হলে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় জিন্নত আলীর ভাতিজা নিহত রায়হানসহ দুই পক্ষের চারজন গুরুতর আহত হয়।
আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে রায়হানের অবস্থা আরও খারাপ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। পরে রায়হান ঢাকা নেয়ার পথে মধ্য রাতে মারা যায়।
বিএনএ/ হামিমুর রহমান, ওজি