বিএনএ ঢাকা: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার মেইন রোডে প্রাইভেট কারের ধাক্কায় সাদ্দাম হোসেন সাকিব (২০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।গতকাল সোমবার বিকেলের দিকে দুর্ঘটনাটি ঘটে।
সাদ্দাম ঢাকা কমার্স কলেজের এইচএসসির শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনার সময় সাদ্দাম নিজেই মোটরসাইকেল চালাচ্ছিলেন। পরে ঢামেক হাসপাতালে মঙ্গলবার ভোরের দিকে ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
চার ভাইয়ের মধ্যে সাকিব ছিলেন সবার ছোট। ক্যান্টনমেন্ট এলাকার স্থায়ী বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে সাকিব।
নিহতের বড় ভাই হৃদয় জানান, ‘আমার ছোট ভাই শাকিব ঢাকা কমার্স কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী ছিল। গতকাল বিকেলের দিকে আমরা জানতে পারি ক্যান্টনমেন্ট এলাকার ৩০০ ফিট মেইন রোড থেকে বসুন্ধরায় যাওয়ার মোড়ে শাকিবের মোটরসাইকেলকে একটি প্রাইভেট কার ধাক্কা দিলে ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। মঙ্গলবার ভোরের দিকে হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আমার ভাই।
হৃদয় আরও জানান, ‘আমার ছোট ভাই বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সহযোদ্ধা ছিল। ওর খুব ইচ্ছে ছিল মঙ্গলবার বিকেলে টিএসসিতে বন্যা দুর্গতদের জন্য কিছু সাহায্য নিয়ে আসবে। কিন্তু আমার ভাইয়ের সে আশা অপূর্ণই রয়ে গেল। আমাদের সবাইকে ফাঁকি দিয়ে চলে গেল।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিএনএ/ আজিজুল, ওজি/হাসনা