ঢাকা : রাজধানী ঢাকায় সকালের বৃষ্টিতে নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্ঠি হয়। এতে সকাল থেকে অফিসগামী ও শিক্ষার্থীদের পথ চলাচলে খুব ভোগান্তি দেখা দেয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার(৩সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় পানি জমে যায়। এতে সকালে যাঁরা রাস্তায় বের হন, তাঁদের চরম ভোগান্তিতে পড়েন।
মঙ্গলবার ভোর পাঁচটার পর শুরু হয় ঝুম বৃষ্টি। পরে থেমে থেমে বৃষ্টি হয়। রাস্তায় পানি জমে যাওয়ায় অফিসগামী ও শিক্ষার্থীদের পথ চলাচলে খুব ভোগান্তি দেখা দেয়। রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতায় রিক্সা ভ্যান দিয়ে মানুষকে পানি পারাপার হতে হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, সকাল নয়টার পর ঢাকা ও রাজশাহী বিভাগেই বৃষ্টি হয়েছে বেশি। এর মধ্যে রাজধানীতে তিন ঘণ্টায় ৮০ মিলিমিটার বৃষ্টি হয়।
ভোরে রাজধানীতে বিকট শব্দে ব্যাপক বজ্রপাত হয়েছে। তাতে অনেকের ঘরের বৈদ্যুতিক সরঞ্জাম ও ক্যাবল নষ্ট হয়েছে।
২০ আগস্ট থেকে প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলের অন্তত ১১টি জেলা বন্যায় আক্রান্ত হয়। এতে অর্ধকোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এখন বন্যার পানি নামতে শুরু করলেও ক্ষতচিহ্ন রয়ে গেছে উপদ্রুত এলাকায়।
বিএনএ, এসজিএন