বিএনএ, ঢাকা : সদ্যসমাপ্ত আগস্টে প্রায় ১৬০ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় (এক ডলার সমান ১০৯ টাকা ধরে) এ অঙ্ক ১৭ হাজার ৪৩৩ কোটি টাকা, যা গত বছরের একই মাসে ছিল ২০৩ কোটি ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে ৪৩ কোটি ডলার কমেছে। আর এ বছরের জুলাইয়ের চেয়ে ১৯ শতাংশ কম।
জুলাইয়ে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ১.৯৭ বিলিয়ন ডলার।
ব্যাংক কর্মকর্তারা বলছেন, ডলারের বিনিময় হারে বড় ব্যবধানের কারণে সাম্প্রতিক মাসগুলোতে রেমিট্যান্স আসার পরিমাণ কমেছে। অর্থাৎ, প্রবাসীদের আয়ের একটি অংশ অবৈধ উপায়ে বাংলাদেশে আসে।
আলোচিত সময়ে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৮ কোটি ৩১ লাখ ৯০ হাজার ডলার। বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে এক ব্যাংকের (কৃষি ব্যাংক) মাধ্যমে এসেছে ৩ কোটি ৩৯ লাখ ৩০ হাজার ডলার।
আর বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩৭ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৩ লাখ ১০ হাজার ডলার।
ব্যাংকগুলো বর্তমানে প্রবাসী আয়ে প্রতি ডলারে ১০৯ টাকা ৫০ পয়সা দিচ্ছে। অবৈধ চ্যানেলে প্রতি ডলারের এর চেয়ে বেশি দেওয়া হচ্ছে।
বিএনএনিউজ/এইচ.এম।