16 C
আবহাওয়া
৪:০২ পূর্বাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ঘ

ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ঘ


বিএনএ, ঢাকা : ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে  ক্যান্টিন ইজারা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

কলেজ শাখা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, দু’দিন ধরে কলেজ ছাত্রবাসের দক্ষিণ ব্লক ও উত্তর ব্লকের মধ্যে উত্তেজনা বিরাজমান ছিল। শনিবার রাতে দক্ষিণ ব্লকের আল আমিন শিকদারকে একা পেয়ে উত্তর ব্লকের ছাত্রলীগ কর্মীরা মারধর করে। পরবর্তীতে দুই গ্রুপ সংঘর্ষ জড়িয়ে পড়ে। এ সময় ইটের আঘাতে ঢাকা কলেজ সাংবাদিক সমিতির এক সদস্যসহ ৬ জন আহত হন।

প্রত্যক্ষদর্শী সাইদুর রহমান বলেন, পরশু দিনের ঘটনাকে কেন্দ্র করে আজকে সাউথ ব্লক নর্থ ব্লকের এক জনকে পেটায়। পরবর্তীতে নর্থ ব্লক সাউথ ব্লকের একজনকে ধরে মারে। এরপরে সংঘর্ষ বাঁধে।

দক্ষিণ ব্লকের একজন ছাত্রলীগ নেতা  বলেন, আমি পার্টি অফিসে ছিলাম। তখন এক ছোট ভাই জানাল ২০৬ এর আল আমিনকে নর্থ ব্লকের জিয়নের কর্মীরা পাইপ, রড দিয়ে মেরেছে। এ ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ