25 C
আবহাওয়া
৮:০৩ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » চা শ্রমিকদের সঙ্গে আজ কথা বলবেন প্রধানমন্ত্রী

চা শ্রমিকদের সঙ্গে আজ কথা বলবেন প্রধানমন্ত্রী

চা শ্রমিকদের সঙ্গে আজ কথা বলবেন প্রধানমন্ত্রী

বিএনএ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকালে চা শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলবেন। বিকাল ৪টায় ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) মালিকানাধীন কমলগঞ্জের পাত্রখোলা চা বাগানের দলই ভ্যালি মাঠ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন চা শ্রমিকরা। প্রধানমন্ত্রীর সঙ্গে কারা কথা বলবেন, সে সকল চা শ্রমিকদের তালিকাও তৈরি করা হয়েছে।

মৌলভীবাজার জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভিডিও কনফারেন্সে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ছাড়াও জেলার ৯২টি চা বাগান থেকে চা শ্রমিক ইউনিয়নের পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ, নারী শ্রমিকসহ সহস্রাধিক চা শ্রমিক অংশ নেবেন। জেলার সকল উপজেলার চা বাগান এলাকার অন্তত তিনটি স্থানে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় ভিডিও কনফারেন্সটি সরাসরি দেখানো হবে।

এ ছাড়া হবিগঞ্জ, সিলেট ও চট্টগ্রাম থেকেও একইসঙ্গে চা শ্রমিকরা ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন। গতকাল বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ