17 C
আবহাওয়া
১২:১০ অপরাহ্ণ - জানুয়ারি ৪, ২০২৫
Bnanews24.com
Home » ছুটে চলেছে ব্রাজিলের জয়রথ

ছুটে চলেছে ব্রাজিলের জয়রথ

ছুটে চলেছে ব্রাজিলের জয়রথ

বিএনএ ক্রীড়া ডেস্ক: লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের জয়রথ ছুটে চলেছে। বিশ্বকাপ বাছাইয়ে আরও একটি জয় উদযাপন করলো তারা। শুক্রবার (৩ সেপ্টেম্বর) চিলির বিপক্ষে ১-০ গোলে জয় পায় ব্রাজিল।

তবে, জয় পেতে ব্রাজিলকে বেশ ঘামঝরাতে হয়েছে। শক্ত প্রতিপক্ষের বিপক্ষে একমাত্র গোলটি করেন বদলি হিসেবে নামা এভারটন রিবেইরো। ৬৪তম মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। নেইমারের শট গোলরক্ষক ব্রাভো ফিরিয়ে দেয়ার পর ফিরতি শটে জালে জড়ান রিবেইরো। আর একমাত্র গোলে পূর্ণ ৩ পয়েন্টের নিশ্চয়তা পেয়েছে তারা। চলতি লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে এটি তাদের টানা সপ্তম জয়।

এদিকে, নিজেদের  মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে ব্রাজিলের কঠিন পরীক্ষাই নিয়েছে চিলি। একের পর এক আক্রমণে ব্রাজিলকে চাপে রেখেছিল চিলি। কিন্তু গোলের দেখা পায়নি।

অন্যদিকে, এ জয়ের সুবাদে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত করলো ব্রাজিল। এখনও পর্যন্ত খেলা সাত ম্যাচের সবকয়টি জিতে তাদের সংগ্রহ ২১ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্জেন্টিনা। আর চিলির অবস্থান সপ্তম, সাত ম্যাচে মাত্র ৬ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। আগামি রোববার বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ