26 C
আবহাওয়া
৫:৩০ পূর্বাহ্ণ - অক্টোবর ৭, ২০২৪
Bnanews24.com
Home » করোনা আপডেট(শুক্রবার): বিশ্বে ২৪ ঘণ্টায় মৃত্যু ১০ হাজার

করোনা আপডেট(শুক্রবার): বিশ্বে ২৪ ঘণ্টায় মৃত্যু ১০ হাজার

করোনা, বিশ্বে প্রাণ গেল ১০ হাজারের বেশি মানুষের

বিএনএ বিশ্ব ডেস্ক: চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে ভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা গত দিনের তুলনায় আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ১০ হাজার ৫৫৭ জন মারা গেছেন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৫ লাখ ৫৫ হাজার ৭২৬ জনে।

আর একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭৫ হাজার ৬৩২ জন। এতে মহামারি শুরু হওয়ার পর থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ কোটি ৯৯ লাখ ১৮ হাজার ৬১৬ জনে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে এসব তথ্য জানিয়েছে  করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস।

আজকের করোনার খবর (বিশ্ব)

ওয়েবসাইটটি থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৭ হাজার ৫৬৮ জন। মারা গেছেন ১ হাজার ৫৬৫ জন। ভাইরাসটিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৫ লাখ ১৩ হাজার ১৮ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৬২ হাজার ৮৫৩ জন মারা গেছেন।

বিশ্বে দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ১ হাজার ১৭৭ জন। নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৭ হাজার ৩৩৭ জন।  মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩৩ লাখ ৬৯ হাজার ৭৪৭ জন। আর ২ লাখ ৬০ হাজার ৫০৩ জনের মৃত্যু হয়েছে।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৭৬ জন। নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৪৯৭ জন। মহামারি শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৮ লাখ ৩০ হাজার ৭১২ জন এবং ৫ লাখ ৮২ হাজার ৪ জনের মৃত্যু হয়েছে ।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৫৭ জন এবং নতুন করে  আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ৪৮২ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ২৯ লাখ ২ হাজার ৩৪৫ জন এবং মারা গেছেন ৪ লাখ ৩৯ হাজার ৯১৬ জন।

গত ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৮০ জন এবং নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৫৫ জন। এছাড়া মহামারির শুরুর পর থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪১ লাখ ৯ হাজার ৯৩ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৩৫৬ জনের।

মদ্যপ্রচ্যের দেশ ইরানে গত ২৪ ঘণ্টায়  করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৯৫ জন এবং নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ২৭৯ জন। করোনা মহামারি শুরু হওয়ার থেকে দেশটিতে এখন পর্যন্ত ৫০ লাখ ৫৫ হাজার ৫১২ জন আক্রান্ত এবং ১ লাখ ৮ হাজার ৯৮৮ জন মারা গেছেন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৯৮ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৯৮৫ জন। মহামারির শুরুর পর থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৬৯ লাখ ৫৬ হাজার ৩১৮ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৮১২ জনের।

এছাড়া, করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১৪ হাজার ৬৮০ জন, যুক্তরাজ্যে এক লাখ ৩২ হাজার ৯২০ জন, ইতালিতে এক লাখ ২৯ হাজার ৩৫২ জন, তুরস্কে ৫৭ হাজার ২৮৩ জন, স্পেনে ৮৪ হাজার ৬৪০ জন এবং জার্মানিতে ৯২ হাজার ৭৯৪ জন মারা গেছেন।

এখন পর্যন্ত ফ্রান্সে ৬৭ লাখ ৯৯ হাজার ২৪০ জন, যুক্তরাজ্যে ৬৮ লাখ ৬২ হাজার ৯০৪ জন, ইতালিতে ৪৫ লাখ ৫৩ হাজার ২৪৩ জন, তুরস্কে ৬৪ লাখ ৩৫ হাজার ৭৭৩ জন, স্পেনে ৪৮ লাখ ৭১ হাজার ৪৪৪ জন এবং জার্মানিতে ৩৯ লাখ ৮৩ হাজার ৯৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। একই বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে সংস্থাটি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ