বিএনএ, ডেস্ক : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৫-২৬ করবর্ষ থেকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। সোমবার (৩ আগস্ট) এক বিশেষ আদেশে এনবিআর এ ঘোষণা দেয়।
আদেশে বলা হয়েছে, কিছু ব্যতিক্রম ছাড়া দেশের সব স্বাভাবিক ব্যক্তি করদাতাকে www.ctaxnbf.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে রিটার্ন জমা দিতে হবে।
এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান স্বাক্ষরিত আদেশে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে এ নির্দেশনা প্রচারের জন্য বলা হয়েছে। এনবিআর জানিয়েছে, কর ব্যবস্থা ডিজিটাল ও স্বচ্ছ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি করদাতাদের হয়রানি কমিয়ে সেবার মান বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।
বিএনএ/ ওজি