28 C
আবহাওয়া
৪:৩৪ অপরাহ্ণ - আগস্ট ৩, ২০২৫
Bnanews24.com
Home » কক্সবাজারে চলন্ত বিমানের সঙ্গে কুকুরের ধাক্কা

কক্সবাজারে চলন্ত বিমানের সঙ্গে কুকুরের ধাক্কা


বিএনএ,কক্সবাজার- সন্ধ্যায় নিবুনিবু আলোয়  ছুটে চলা উড়োজাহাজের গন্তব্য ঢাকা। সিটবেল্ট বাঁধা যাত্রীদের মনে তখন শুধু বাড়ি ফেরার আনন্দ। হঠাৎই  রানওয়ের মাঝখানে ছুটে আসা একটি কুকুরের সঙ্গে বিমানের  ধাক্কা! মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় চারপাশ, থেমে যায় উড়োজাহাজের গতি, যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
ফ্লাইটটিতে ৭২ জন যাত্রী ছিলেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে ফ্লাইটটি এক ঘণ্টা দেরি করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
বিমানবন্দর সূত্র জানায়, ফায়ার সার্ভিস ও পরিচ্ছন্নতাকর্মীরা সন্ধ্যা সোয়া ৭টার দিকে রানওয়ে থেকে মৃত কুকুরটিকে সরিয়ে নেয়। এরপর পাইলট ও গ্রাউন্ড ক্রু ফ্লাইটটির যান্ত্রিক পরীক্ষা-নিরীক্ষা করেন। এতে কোনো ত্রুটি না পাওয়ায় প্রায় এক ঘণ্টা দেরিতে রাত সোয়া ৮টার দিকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে।
কক্সবাজার বিমানবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মর্তুজা জানান, ফ্লাইটের ধাক্কায় কুকুরটি মারা গেছে। তবে যাত্রীরা নিরাপদ ছিলেন এবং উড়োজাহাজটি এক ঘণ্টা দেরিতে ঢাকায় অবতরণ করেছে।
তিনি আরও বলেন, দিনের বেলায় কুকুরের উপদ্রব কম থাকলেও সন্ধ্যার পর রানওয়ে এলাকায় কুকুরের বিচরণ বেড়ে যায়। আলো কম থাকায় ঝুঁকি আরও বাড়ে। বর্তমানে ১৮৯ জন আনসার সদস্য বিমানবন্দরে নিরাপত্তা দায়িত্বে থাকলেও এ ধরনের ঘটনা পুরোপুরি ঠেকানো যাচ্ছে না
বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ