14 C
আবহাওয়া
৫:৫৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » নজরুলিয়ানদের বিসিএস জয়

নজরুলিয়ানদের বিসিএস জয়


বিএনএ, নজরুল বিশ্ববিদ্যালয় : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বারের মত পররাষ্ট্র ও প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হলেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ও ব্যাংকি বিভাগের দুই শিক্ষার্থী ইমরান আহমেদ শাকির ও রেক্সোনা কাউসারি। বিসিএস এ তাদের মেধাক্রম ২০তম (পররাষ্ট্র ক্যাডার) এবং ১২তম (প্রশাসন ক্যাডার)।

তারা দু’জনেই ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। ইমরান আহমেদ শাকির ছিলেন বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী এবং রেক্সোনা কাউসারি ছিলেন ২য় ব্যাচের। বিসিএস’এ এমন অভূতপূর্ব সাফল্যে আন্দোলিত বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন।

আনন্দে উচ্ছ্বসিত এ ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. তারিকুল ইসলাম বলেন, “তাদের এ সাফল্যে আমি আনন্দিত ও গর্বিত। বিশেষত পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়া আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক বড় একটি পাওয়া। একাডেমিক সময়গুলোতেও তাদের পারফরম্যান্স ছিল খুবই ভালো। নিঃসন্দেহে তাদের এ সফলতার গল্প বিশ্ববিদ্যালয়ের সকলের জন্য একটি অণুপ্রেরণার জায়গা হয়ে থাকবে।”

বিএনএ/ রোকন বাপ্পি/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ