16 C
আবহাওয়া
৩:০১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » কারামুক্ত হলেন বুয়েটের ২৪ শিক্ষার্থীসহ ৩২ জন

কারামুক্ত হলেন বুয়েটের ২৪ শিক্ষার্থীসহ ৩২ জন


বিএনএ, সুনামগঞ্জ : সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর থেকে আটক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২৪ জন শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩২ শিক্ষার্থীকে সুনামগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। বুধবার রাত ৯টা ৫৫ মিনিটে তাঁরা একে একে কারাগার থেকে বেরিয়ে আসেন।

এর আগে বুধবার (২ আগস্ট) দুপুরে আদালত  তাঁদের জামিন মঞ্জুর করেন।

বেলা একটায় সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারহান সাদিকের আদালতে ৩৪ জনের জামিন আবেদনের শুনানি হয়। শুনানি শেষে আদালতের বিচারক ৩৪ জনের মধ্যে ৩২ জনের জামিন মঞ্জুর করেন। অন্য দুজন শিশু হওয়ায় তাদের জামিন আবেদনের নথি শিশু আদালতে পাঠানোর কথা বলেন আদালত।

আইনানুগ কার্য সম্পাদন করে রাত ১০টা ০৯ মিনিটে আসামিদের সুনামগঞ্জ জেলা কারাগার থেকে মুক্ত করা হয়।

জামিনপ্রাপ্তরা হলেন বুয়েটের শিক্ষার্থী আফিফ আনোয়ার, বখতিয়ার নাফিস, মো. সাইখ সাদিক, ইসমাইল ইবনে আজাদ, সাব্বির আহম্মেদ, তাজিমুর রাফি, মো. সাদ আদনান, মো. শামীম আল রাজি, মো. আব্দুলাহ আল মুকিত, মো. জায়িম সরকার, হাইছাম বিন মাহবুব, মাহমুদুর হাসান, খালিদ আম্মার, মো. ফাহাদুল ইসলাম, তানভির আরাফাত, এ টি এম আবরার মুহতাদী, মো. ফয়সাল হাবিব, আনোয়ারুল সিদ্দিকী, আলী আম্মার মৌয়াজ, মো. রাশেদ রায়হান, সাকিব শাহরিয়ার, ফায়েজ উস সোয়াইব, আবদুর রাফি ও মাঈন উদ্দিন। অন্যরা হলেন আবদুল বারি, মো. বাকি বিল্লাহ, মাহাদি হাসান, টি এম তানভির হোসেন, আশ্রাফ আলী, মো. মাহমুদ হাসান, মো. এহসানুল হক ও মো. আবদুল্লাহ মিয়া।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনাহেনা।

 

Loading


শিরোনাম বিএনএ