18 C
আবহাওয়া
৯:০২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রাবিরতি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর

চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রাবিরতি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর

চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রাবিরতি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর

বিএনএ, চট্টগ্রাম: আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) ২৯তম মন্ত্রী পর্যায়ে ৪-৬ আগস্ট অনুষ্ঠিতব্য বৈঠকে যোগদানের উদ্দেশ্যে কম্বোডিয়া যাওয়ার পথে চট্টগ্রামে যাত্রাবিরতি করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।

বুধবার (৩ আগস্ট) বিমানবন্দ‌রে বিলাওয়ালকে স্বাগত জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম বিমানবন্দরে অবস্থান করেন প্রায় ৪০ মিনিট। এ সময় তারা একে অপর‌কে বই উপহার দেন।

বিলাওয়াল তথ্যমন্ত্রীর মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এসময় বিলাওয়াল বলেন, ‘বাংলাদেশের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় আমি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনের সুস্বাস্থ্য ও সুখ এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের ক্রমবর্ধমান অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আমার ব্যক্তিগত শুভেচ্ছা জানাই।’

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ