বিএনএ ডেস্ক: কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম নেয়া যমজ শিশু পদ্মা ও সেতুর নাম পরিবর্তন করে উম্মে হানি আয়েশা ও আরোহী আঁখি রেখেছেন শিশুদের পরিবার।
মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন যমজ শিশুর দাদা শুকুর আলী ও তাদের মা সাবিকুন নাহার ঝুমুর।
তারা জানান, গত ২১ জুন জন্ম নেয়ার পর বরুড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল দুই শিশুর নাম রাখেন পদ্মা ও সেতু। পরে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়িতে গেলে জন্মের ছয় দিন পর (২৭ জুন) ওই দুই শিশু দু’টির নাম পরিবর্তন করে রাখা হয় উম্মে হানি আয়শা ও আরোহী আঁখি।
এ বিষয়ে শিশুদের দাদা শুকুর আলী জানান, পদ্মা ও সেতু নাম রাখায় এলাকার মানুষ বিষয়টি ভালোভাবে নেয়নি। পরে তাদের বাবা সোহাগের পছন্দে দু’জনের নাম রাখা হয় উম্মে হানি আয়শা ও আরোহী আঁখি।
বিএনএ/এ আর