25 C
আবহাওয়া
১:৫৮ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » বিএনপি নেতা মিলনের পিতৃ বিয়োগ, শোক

বিএনপি নেতা মিলনের পিতৃ বিয়োগ, শোক

সমাজসেবক হাজী সিরাজুল ইসলাম মজুমদার

বিএনএ,চট্টগ্রাম:  বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি, কোতোয়ালী থানা বিএনপি’র সহ-সভাপতি দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি হাফিজুল ইসলাম মজুমদার মিলনের পিতা, কুমিল্লা জেলা সমিতি চট্টগ্রাম’র আজীবন সদস্য, সমাজসেবক হাজী সিরাজুল ইসলাম মজুমদার (৯০) মঙ্গলবার( ৩ আগস্ট) সকালে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে——রাজিউন)। মৃত্যুকালে তিনি ৫ পুত্র, ১ মেয়ে, নাতি-নাতিনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

আজ বাদে আসর মরহুমের নিজের গ্রামের বাড়ী কুমিল্লার চৌদ্দগ্রামস্থ আকদিয়া মজুমদার বাড়ীর নিজ পারিবারিক মসজিদে অসংখ্য মুসল্লিদের অংশগ্রহণে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

তাঁর মৃত্যুতে বিএনপি’র ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান, সাবেক মন্ত্রী বিএনপি’র ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন, সাবেক এমপি, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদ সদস্য গোলাম আকবর খন্দকার, সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর আহ্বায়ক ডা: শাহাদাত হোসেন, বিএনপি’র কেন্দ্রীয় শ্রমিক সম্পাদক আলহাজ্ব এ.এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপি’র সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এনামুল হক, চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল মান্নান, গাজী মো: সিরাজুদ্দৌল্লা, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি এড. আবুল হোসেন সিকদার, সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম, সাবেক সভাপতি এড. আবু তাহের, সহ-সভাপতি ভিপি সাইফুল আলম, যুগ্ম সম্পাদক মো: জানে আলম, মো: ওসমান জাহাঙ্গীর, সাংস্কৃতিক দল নেতা ওমর আলী রনি প্রমুখ নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিএনএনিউজ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ