21 C
আবহাওয়া
৮:১৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৩৫ মৃত্যু

২৪ ঘণ্টায় করোনায় আরও ২৩৫ মৃত্যু

কোভিড-১৯ মৃত্যু

বিএনএ, ঢাকা : গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আরও ২৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ২১ হাজার ৩৯৭ জনে। নতুন করে একদিনে করোনা শনাক্ত হয়েছে ১৫৭৭৬ জনের। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হলেন ১২ লাখ ৯৬ হাজার ৯৩ জন।

মঙ্গলবার (৩ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৫৫ হাজার ২৮৪টি নমুনা পরীক্ষায় আরও ১৫ হাজার ৭৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৮ দশমিক ৫৪ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত মোট ১২ লাখ ৯৬ হাজার ৯৩ জনের করোনা শনাক্ত হলো।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৩৫ জনের মধ্যে ১৪০ জন পুরুষ ও ৯৫ জন নারী।

২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭৩ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ৬৫ জন মারা গেছেন। বরিশাল বিভাগে এ সময়ে সবচেয়ে কম আট জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, খুলনা বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ২১ জন এবং সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ১২ জন করে মারা গেছেন।

আর, তাদের মধ্যে দেশের সরকারি হাসপাতালে মারা গেছেন ১৭৩ জন, বেসরকারি হাসপাতালে ৪৬ জন, বাসায় ১৫ জন ও হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন একজন।

একই সময়ে দেশে সুস্থ হয়েছেন ১৬ হাজার ২৯৭ জন। মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ২৫ হাজার ৪৫ জন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ