বিএনএ, ঢাকা : পবিত্র হজ পালন শেষে ৭টি ফিরতি হজ ফ্লাইটে ২ হাজার ৫শ’ ৮২ জন হাজী দেশে প্রত্যাবর্তন করেছেন। বিমান এয়ারলাইন্সের ১টি ও সৌদি এয়ারলাইন্সের ২টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৪টি বিমানে এসব হজ যাত্রীরা দেশে ফিরেছেন।
সোমবার (৩ জুলাই) হজ বুলেটিনের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।
গত ২ জুলাই সৌদি আরবের জেদ্দাস্থ কিং আবদুল আজিজ বিমান বন্দর থেকে সরকারি ব্যবস্থাপনায় ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে। চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২২ হাজার ৫শ’ ৫৮ জন হজ যাত্রী সৌদি আরব গিয়েছেন। সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র হতে ৫৫ হাজার ৫ শ’ ৪৪ জন হজযাত্রীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আগামী ২ আগস্ট পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট চলবে বলে বুলেটিনে জানানো হয়।
আজ পর্যন্ত সৌদি আরবে বাংলাদেশের ১৩ জন মহিলাসহ ৬০ জন হজ যাত্রী ইন্তেকাল করেছেন। এরমধ্যে মক্কায় ৫০জন, মদিনায় ৮জন, মিনায় ৪জন ও আরাফায় ২জন হজ যাত্রী ইন্তেকাল করেন।
বিএনএনিউজ/এইচ.এম/ এইচ এইচ