বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম): ইসলামী ব্যাংক শরীয়াহ্ বোর্ডের চেয়ারম্যান ও জামেয়া ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক উবাইদুল্লাহ হামজাহ বলেন, আলেমদের শুধু প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট থাকলে হবে না উম্মাহর জন্য দরদ নিয়ে কাজ করতে হবে। দেশের যে কোন সংকট-মুহূর্তে আলেমদের ভূমিকা পালন করতে হবে। আলেমরা শুধু মাদ্রাসাভিত্তিক নয় সর্বক্ষেত্রে ভূমিকা পালন করতে হবে।
সোমবার (৩ জুলাই) ধর্মীয় সংগঠন “তানজীমে আহলে সুন্নাত ওয়াল জামায়াত”র আনোয়ারা শাখার উদ্যোগে মাদ্রাসা পরিচালকদের সম্মাননা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। উপজেলার একটি অভিজাত কমিউনিটি সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।
সংগঠনটির সভাপতি কাজী আক্তার হোসেনের সভাপতিত্বে সম্পাদক হাবিবুল্লাহ কাসেমীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামেয়া ইসলামিয়া মোজাহেরুল উলুমের পরিচালক লোকমান হাকিম, মাওলানা শাহাদাত হোসেন, মাওলানা নুর মুহাম্মদ, মাওলানা জিয়াউল হোসেন, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা জসিম, মাওলানা মো. তৈয়বসহ স্থানীয় আলেমগণ।
বিএনএনিউজ/এনামুল হক নাবিদ,বিএম