14 C
আবহাওয়া
১১:০৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কেয়ারটেকারের মৃত্যু

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কেয়ারটেকারের মৃত্যু


বিএনএ, ঢাকা: রাজধানীর তেজগাঁও নাখালপাড়া রেলগেট এলাকায় পানির মটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ফাইজু (৩৫) নামে এক কেয়ারটেকারের মৃত্যু হয়েছে। সোমবার (৩ জুলাই) দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা মো. মানিক জানান, আমি পানির লাইনের কাজ করি। বাসায় পানির লাইনে সমস্যা হওয়ার কারণে কাজ করতে আসি। কাজ শেষে ফাইজু মটরের বিদ্যুতের সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।ফাইজুর গ্রামের বাড়ি সদর নরসিংদী জেলায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ