19 C
আবহাওয়া
১:১৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » জামালপুরে মায়ের হাতে মেয়ে হত্যা

জামালপুরে মায়ের হাতে মেয়ে হত্যা

জামালপুরে মায়ের হাতে মেয়ে হত্যা

বিএনএ,জামালপুর ।।জামালপুরের সরিষাবাড়িতে মা বেদনা বেগম  স্কুল পড়ুয়া মেয়ে  ছাত্রী মোহনাকে শিল দিয়ে আঘাত করে হত্যা করেছে । এ ঘটনায় মা বেদেনা বেগমকে গ্রেপ্তার করেছে সরিষাবাড়ি থানা পুলিশ। রোববার( ৩ জুলা্ই) সাড়ে ১০টার দিকে সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের কুটুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

জামালপুরের সরিষাবাড়ী থানার ওসি আব্দুল মজিদ জানান, ৩ জুলাই মা বেদেনা বেগম(২৪) মেয়ে মোহনা(৯)কে নিজ ঘরে ডেকে নিয়ে যান। মেয়ে মোহনা ঘরে যাওয়ার পরেই মসলা বাটা শিল দিয়ে মোহনার মাথায় সজোরে আঘাত করতে থাকে মা বেদনা বেগম। ফলে ঘটনাস্থলেই মোহনার মৃত্যু হয়। মেয়ে মোহনার মৃত্যুর পর প্রতিবেশীদের ডেকে কীভাবে মেয়েকে হত্যা করেছে তার বর্ণনা দেন মা বেদেনা। হত্যার ঘটনার বর্ননা শুনে উপস্থিত লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মোহনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। বেদেনার স্বামী মোহম্মদ আলী সৌদি আরব প্রবাসী। নিহত মেয়ে মোহনা চন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলো।
সরিষাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থল থেকেই বেদেনাকে গ্রেপ্তারের করেছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, বেদেনা মানসিক ভারসাম্যহীন।

বিএনএ/এম শাহীন আল আমীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ