বিএনএ, ঢাকা : দুই দিন বিরতির পর জাতীয় সংসদের বাজেট অধিবেশন আবার শুরু হয়েছে। শনিবার (৩ জুলাই) বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।এর আগে গত ৩০ জুন ২০২১-২২ অর্থবছরের বাজেট পাস হওয়ার পর সংসদের বৈঠক মুলতবি করা হয় ওইদিন ।
এবার বাজেটে মোট ব্যয়ের আকার ধরা হয়েছে ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকা। এটি মোট জিডিপির ১৭ দশমিক পাঁচ শতাংশ। পরিচালনসহ অন্যান্য খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে তিন লাখ ৭৮ হাজার ৩৫৭ কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে দুই লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা।
করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় কঠোর স্বাস্থ্যবিধি মেনে গত ২ জুন জাতীয় সংসদের ১৩তম ও বাজেট অধিবেশন শুরু হয়। পরদিন সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হয়।
বিএনএ/ওজি