21 C
আবহাওয়া
৯:৫৭ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » বিশ্বে ২৪ ঘন্টায় ৮হাজার ৪৯১জনের মৃত্যু

বিশ্বে ২৪ ঘন্টায় ৮হাজার ৪৯১জনের মৃত্যু

করোনা পরিস্থিতি, বিশ্বে মৃত্যু ও সংক্রমণ আবারও বেড়েছে

বিএনএ, বিশ্ব ডেস্ক : বিশ্বে গতে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৮ হাজার ৪৯১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৪০ হাজার ৭২৬ জন। আর সুস্থ হয়েছেন ৩ লাখ ৬২ হাজার ৪১১ জন।

এর আগে শুক্রবার একদিনে বিশ্বজুড়ে করোনায় ৮ হাজার ২৯৭ জনের মৃত্যু ও ৪ লাখ ৩০ হাজার ৭১৭ জন শনাক্ত হয়েছিলো সেই হিসাবে গতকালের চেয়ে আজ মৃত্যু ও শনাক্ত বেড়েছে।

শনিবার সকাল ৮টায় ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে ১৮ কোটি ৩৮ লাখ ৪৯ হাজার ১৩৩ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৯ লাখ ৭৯ হাজার ৮৭২ জনের। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৬ কোটি ৮২ লাখ ৭৬ হাজার ৬৪৪ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লাখ ৮০ হাজার ১৯৮ জন। এর মধ্যে মারা গেছেন ৬ লাখ ২১ হাজার ১৬১ জন। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৯০ লাখ ৭২ হাজার ৮৮১ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫ লাখ ১ হাজার ১৮৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ১ হাজার ৬৮ জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ৯৫ লাখ ৯৭ হাজার ৭৩৮ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৬ লাখ ৮৭ হাজার ৪৬৯ জন। এর মধ্যে মারা গেছেন ৫ লাখ ২২ হাজার ৬৮ জন। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৬৯ লাখ ৮৯ হাজার ৩৫১ জন।

সংক্রমণ ও মৃত্যুর তালিকায় এর পরেই রয়েছে ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, কলম্বিয়া, ইতালি, স্পেন, জার্মানি, ইরান, পোল্যান্ড, মেক্সিকো, ইউক্রেন, ইন্দোনেশিয়া, পেরু, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ