26 C
আবহাওয়া
১:২২ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » বিধিনিষেধ উপেক্ষা করে বিয়ে, ইউএনওর হাতে ধরা

বিধিনিষেধ উপেক্ষা করে বিয়ে, ইউএনওর হাতে ধরা

জরিমানা ভ্রাম্যমাণ আদালতে

বিএনএ,চট্টগ্রাম: দেশব্যাপি চলমান কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে চুপিসারে বিয়ে করে বাড়ি যেতে গিয়ে ধরা পড়ে ভ্রাম্যমাণ আদালতে। যদিও নব দম্পত্তির দাবি— সীমিত পরিসরে মাত্র কয়েকজনের উপস্থিতিতে মন্দিরে এই বিয়ের আয়োজন হওয়ায় তারা রেহাই পান আদালতের জরিমানা থেকে। কিন্তু ৭ দিন ঘরে থাকার অঙ্গীকারে বাড়ি ফিরতে দেয়া হয় নবদম্পতিকে।

শুক্রবার (২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের হাটহাজারী বাসস্ট্যান্ডের সামনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় এক নবদম্পতিকে সিএনজিচালিত অটোরিকশা থেকে আটক করা হয়। পরে আগামী ৭ জুলাই পর্যন্ত ঘর থেকে বের হবে না এ অঙ্গীকার করায় তাদের ছেড়ে দেয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে  হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন বলেন, কঠোর লকডাউন বাস্তবায়ন করতে ভোর থেকে মাঠে ছিলাম। বিকেল সাড়ে ৫টার দিকে হাটহাজারী উপজেলার বাসস্ট্যান্ডে গাড়ি তল্লাশি করার সময় সিএনজি অটোরিকশা করে সীমিত পরিসরে বিয়ে করে বাড়ি যাচ্ছিলেন বর কনেসহ চারজন। তাদের জিজ্ঞসাবাদ করা হয়। একপর্যায়ে তারা আগামী ৭ দিন বাড়ি থেকে বের হবে না মর্মে অঙ্গীকার করলে ছেড়ে দেওয়া হয়।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ