20 C
আবহাওয়া
৬:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » মর্ডানা’র টিকার প্রথম চালান আসলো

মর্ডানা’র টিকার প্রথম চালান আসলো

মর্ডানা’র টিকার প্রথম চালান আসলো

বিএনএ, ঢাকা: কোভ্যাক্সের আওতায় ওয়াশিংটনের উপহার দেয়া যুক্তরাষ্ট্রের মর্ডানা ভ্যাকসিনের ১২ লাখ ডোজ টিকার প্রথম চালানের  শুক্রবার(২জুলাই) রাতে  ঢাকায় এসে পৌঁছেছে।
মার্কিন বিমান বাহিনীর একটি কার্গো ফ্লাইটে রাত সাড়ে এগারটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলারের কাছ থেকে  পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী  জাহিদ মালেক টিকার এই চালান গ্রহণ করেন।

মর্ডানা ভ্যাকসিনের বাকি ১৩ লাখ ডোজের দ্বিতীয় চালানটি আগামীকাল শনিবার সকালে এখানে এসে পৌঁছানোর কথা রয়েছে।

মার্কিন সরকার সম্প্রতি এশিয়ার দেশগুলোর জন্য ২ কোটি ৫০ লাখ ডোজ টিকা বরাদ্দ করে। তারই অংশ হিসেবে বাংলাদেশ এই ২৫ লাখ ডোজ টিকা পেয়েছে।

এছাড়াও, চীন সরকারের কাছ থেকে কেনা সিনোফার্মের কোভিড টিকাও কিনেছে বাংলাদেশ সরকার। চীনের কাছ থেকে কেনা টিকার মধ্যে আজ রাতেই  ২০ লাখ ডোজ দেশে আসার  কথা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী আজ রাতেই  সেই টিকাও গ্রহন করবেন। .

এর আগে  গত মে-জুনে উপহার হিসেবে চীন সরকারের দেয়া  সিনোফার্ম ভ্যাকসিনের ১১ লাখ  ডোজ পেয়েছিল বাংলাদেশ। বাংলাদেশ যখন তার বিপুল সংখ্যক  জনগণকে  টিকা দেয়ার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছিল ভ্যাকসিনের এ চালান  দেশের মানুষের জন্য একটা বড় সুসংবাদ।বিভিন্ন মাধ্যমে  খুব শিগগিরই  অবিরামভাবে  টিকা পাওয়া যাবে এবং ঘাটতি থাকবে না বলে  গতকাল  বৃহস্পতিবার আশা ব্যক্ত করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী।
চীন ও যুক্তরাষ্ট্র থেকে  এই ৪৫ লাখ  ডোজ টিকা  পেলে  অচিরেই গণটিকা কর্যক্রম  পুনরায় শুরু হবে বলে একই দিন  এক ভিডিও বার্তায়  ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী।

মার্কিন যুক্তরাষ্ট্রে ৬ থেকে ৮কোটি ডোজ  এস্টোজেনেকার টিকা মজুদ আছে জানার  সঙ্গে সঙ্গে ওয়াশিংটন ডিসিকে আস্ট্রোজেনেকার টিকা ২০ লাখ ডোজ পাঠানোর জন্য ঢাকা  অনুরোধ করেছিল।
এছাড়াও, বাংলাদেশী প্রবাসী সম্প্রদায় টিকা চেয়ে  হোয়াইটহাউজের কাছে  একটি আবেদন করে।
এ ছাড়াও  যত তাড়াতাড়ি সম্ভব  টিকা পেতে চীন এবং রাশিয়ার সাথে  আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার।  খুব শিগগিরই  পর্যাপ্ত ভ্যাকসিন পাওয়া যাবে বলেও আশা  করছেন  পররাষ্ট্রমন্ত্রী।
সরকারি সূত্রে জানা গেছে স্বাস্থ্য মন্ত্রণালয় চীন থেকে দেড় কোটি ও রাশিয়া থেকে  স্পুটনিকের ৫০ লাখ  ডোজ টিকা আনার চেষ্ট করছে।
গত ২১ জানুয়ারি ভারতের কাছ থেকে উপহার হিসেবে বাংলাদেশ প্রথম ২০ লাখ ডোজ টিকা পেয়েছিল।
বাংলাদেশ এ পর্যন্ত ভারতের সিরাম থেকে ১ কোটি ২০ লাখ ডোজ টিকা পেয়েছে।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব ৩০ নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে সহ:প্র.শিক্ষকের ৯৫৭২ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল : সোমবার হাজির হচ্ছেন সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জন ব্রিটিশ হাইকমিশনার সকাশে বিএনপির প্রতিনিধি দল আয়কর রিটার্ন দাখিলের সময় বেড়েছে জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে--ভূমি উপদেষ্টা প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকতে চায় না অন্তর্বতী সরকার- উপদেষ্টা ফরিদা পাবর্ত্যবাসীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আলুর কেজি ৪০০ টাকা! সপ্তাহে চারদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে চট্টগ্রাম বিমানবন্দর