28 C
আবহাওয়া
৬:০৮ পূর্বাহ্ণ - এপ্রিল ২১, ২০২৫
Bnanews24.com
Home » বোয়ালখালীতে স্কুলছাত্র আরিফ হত্যার ঘটনায় মামলা, আটক ২

বোয়ালখালীতে স্কুলছাত্র আরিফ হত্যার ঘটনায় মামলা, আটক ২


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে তুচ্ছ বিষয় নিয়ে স্কুলছাত্র আরিফ হোসেনকে (১৬) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত মা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২ জুন) রাতে নিহত স্কুলছাত্রের পিতা জাগির হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন।

এর আগে রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বেঙ্গুরা দেলোয়ার হোসেন সওদাগর বাড়ির বাসিন্দা মো. জাগির হোসেনের স্কুল পড়ুয়া ছেলে আরিফের সাথে স্থানীয় একটি বিলে মাছ ধরাকে কেন্দ্র করে একই এলাকার বাসিন্দা মো. রফিক মিয়ার ছেলে মো. সাকিবুল ইসলামের (১৪) সাথে ঝগড়া হয়। এ নিয়ে আরিফকে সাকিব ও সাকিবের মা সাখি আকতার (৩৫) মারধর করে। এতে আরিফ জ্ঞান হারিয়ে রাস্তার ধারে পড়েছিলো।

স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আরিফকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। রাত ৯টার দিকে চমেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন।

বোয়ালখালীতে স্কুলছাত্র আরিফ হত্যার ঘটনায় মামলা, আটক ২
আরিফের মায়ের আহাজারি

এরপর নগরীর পাঁচলাইশ থানা পুলিশ আরিফের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

জানা গেছে, আরিফ শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তারা ২ ভাই ও ১ বোন। আরিফের পিতা জাগির হোসেন পেশায় একজন গাড়িচালক।

এ ঘটনায় আরিফের পিতা জাগির হোসেন বাদী হয়ে বোয়ালখালী থানায় সাকিব ও সাকিবের মা সাখি আকতারের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়। ঘটনায় জড়িত মা-ছেলেকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ