24 C
আবহাওয়া
১১:২৩ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » ঈদযাত্রা: ১৩ জুনের ট্রেনের টিকিট বিক্রি শুরু

ঈদযাত্রা: ১৩ জুনের ট্রেনের টিকিট বিক্রি শুরু

খুব সহজে অনলাইনে ট্রেনের টিকিট কাটা যাবে যেভাবে

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দ্বিতীয় দিনের মতো ট্রেনের আগাম টিকিট বিক্রি করছে রেলওয়ে। কালোবাজারি ঠেকাতে শতভাগ টিকিট দেওয়া হচ্ছে অনলাইনে। সোমবার (৩ জুন) সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হয়। আজ দেওয়া হচ্ছে ১৩ জুনের টিকিট।

যাত্রী সাধারণের সুবিধার কথা চিন্তা করে সকাল ৮টায় বিক্রি শুরু হয়েছে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি। আর পূর্বাঞ্চলে চলাচলরত সব ট্রেনের টিকিট শুরু হবে দুপুর ২টা থেকে।

একজন যাত্রী ঈদে অগ্রিম ও ফিরতির সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং সর্বাধিক চারটি আসনের টিকিট কিনতে পারবেন। এক্ষেত্রে সহযাত্রীদের নাম সংযুক্ত করার ব্যবস্থা থাকবে। ঈদযাত্রার এই টিকিট রিফান্ড করা যাবে না।

যেভাবে কাটবেন ট্রেনের আগাম টিকিট

১৭ জুন ঈদুল আজহা ধরে গতকাল রোববার (২ জুন) শুরু হয় ট্রেনের আগাম টিকিট বিক্রি। তবে এবারও অনলাইনে টিকিট কিনতে হাজার হাজার যাত্রী হুমড়ি খেয়ে পড়েন। এতে অল্প সময়ের মধ্যেই নির্ধারিত টিকিট শেষ হয়ে যায়।

৪ জুন ১৪ জুনের, ৫ জুন ১৫ জুনের এবং শেষ দিন ৬ জুন ১৬ জুনের অগ্রিম টিকিট দেওয়া হবে। শেষ সময়ে টিকিটের চাহিদা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আগাম টিকিট বিক্রির পর চার দিন বিরতি দিয়ে ফিরতি টিকিট দেওয়া হবে ১০ জুন থেকে। ওইদিন ২০ জুনের আগাম ফিরতি টিকিট দেওয়া হবে। পাশাপাশি ১১ জুন ২১ জুনের, ১২ জুন ২২ জুনের, ১৩ জুন ২৩ জুনের এবং ১৪ জুন বিক্রি হবে ২৪ জুনের ফিরতি টিকিট।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ