বিএনএ বিশ্ব ডেস্ক: দখলীকৃত পশ্চিম তীরে গুলি চালিয়ে তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার (২ জুন) ২৪ ঘণ্টায় কিছু বেশি সময়ের মধ্যে ওই তিন ফিলিস্তিনিকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, বেথলেহেমের পশ্চিম তীরের শহর ধেশেহ শরণার্থী শিবিরে গুলি চালায় ইসরায়েলি বাহিনী। গুলিতে নিহত দুইজনের পরিচয় প্রকাশ করেছে বার্তা সংস্থা আরব নিউজ।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহত দুই ব্যক্তির নাম আয়মান মেইসেন (২৯) এবং বিলাল কাবাহা (২৪) । বিলালকে নিজেদের যোদ্ধা হিসেবে দাবি করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, পশ্চিম তীরের জেনিন শহরের কাছে ইয়াবেদ গ্রামে একজন ‘ফিলিস্তিনি জঙ্গী’কে আটক করতে অভিযান চালিয়েছিল তারা। ফিলিস্তিনি জঙ্গী বলে দাবীকৃত ওই ব্যক্তি মার্চ মাসে ইসরায়েলি শহর বেনি ব্র্যাকে পাঁচজনকে গুলি করে হত্যা করেছিলেন।
সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলি বাহিনীর হামলায় ১৯ ফিলিস্তিনি নিহতের ঘটনা ঘটেছে। পশ্চিম তীরে প্রায় প্রতিদিন অভিযান পরিচালনা করছে ইসরায়েলি বাহিনী।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বছরের শুরু থেকে ইসরায়েলি বাহিনীর হাতে ৬২ ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের মধ্যে অধিকাংশেই বেসামরিক নাগরিক। নিহতের তালিকায় রয়েছেন আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহও।
পশ্চিম তীরে প্রায় ৩ মিলিয়ন ফিলিস্তিনি বসবাস করে। ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরায়েল এ অঞ্চলটি দখল করার পর থেকে সামরিক শাসনের অধীনে রয়েছে। পশ্চিম তীরকে নিজেদের ভবিষ্যৎ রাষ্ট্রের প্রধান অংশ হিসেবে গড়ে তুলতে চায় ইসরায়েল।
বিএনএনিউজ২৪/ এমএইচ