22 C
আবহাওয়া
২:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » প্রস্তাবিত বাজেটে করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনঃরুদ্ধার হবে : রেজাউল

প্রস্তাবিত বাজেটে করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনঃরুদ্ধার হবে : রেজাউল


বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মো. রেজাউল করিম চৌধুরী ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছেন। বৃহস্পতিবার (৩ জুন) সন্ধ্যায় তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়ায় মেয়র এসব কথা বলেন। ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

চসিক মেয়র বলেন, বর্তমান সরকার দেশের প্রান্তিক জনগোষ্ঠী, ছোট-বড় ব্যবসায়ী উদ্যোক্তাদের বিবেচনায় বাজেট সাজিয়েছেন। করোনা মোকাবেলা ও এর প্রভাবে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনঃরুদ্ধারে নতুন কর্মসংস্থান সৃষ্টি, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধিতে চলতি অর্থ বছরের বাজেট দেশবাসীর মধ্যে আশার সঞ্চার করবে বলে মেয়র প্রত্যাশা করেন।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ