31 C
আবহাওয়া
১২:০৪ অপরাহ্ণ - মে ৪, ২০২৫
Bnanews24.com
Home » মোবাইলের ফ্ল্যাশ জ্বেলে সিজার, মা-নবজাতকের মৃত্যু

মোবাইলের ফ্ল্যাশ জ্বেলে সিজার, মা-নবজাতকের মৃত্যু


বিএনএ ডেস্ক : মোবাইলের টর্চ জ্বালিয়েই  অস্ত্রোপচার করে সন্তান ভূমিষ্ঠ করার চেষ্টা করতে গিয়ে প্রাণ গেল মা শিশু দুইজনেরই। এমন ঘটনা ঘটেছে ভারতের বাণিজ্যনগরী মুম্বাইয়ের বৃহন্মুম্বই পৌরসভার (বিএমসি) সুষমা স্বরাজ মেটারনিটি হোমে।

জানা গেছে, ২৯ এপ্রিল ভোরে প্রসব যন্ত্রণা ওঠে খুসরুদ্দিন আনসারি নামক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির স্ত্রী সাহিদুন আনসারির (২৬)। সকাল ৭টার দিকে ওই নারীকে অপারেশন থিয়েটারে (ওটি) নিয়ে যান মেটারনিটি হোমের চিকিৎসকরা।

সেদিন সকাল থেকেই বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল হাসপাতালটি। আবার তিন ঘণ্টা ধরে চালানো হয়নি হাসপাতালের জেনারেটরও। সেই অবস্থাতেই সাহিদুনকে ওটিতে নিয়ে যাওয়া হয়। অস্ত্রোপচার করা হয় মোবাইলের লাইট জ্বেলে।

কিন্তু ঘণ্টাখানেক বাদে চিকিৎসকরা জানান, প্রসবের সময় শিশুর মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তপাতের কারণে মা-ও মারা গেছেন।

সাহিদুনের শাশুড়ি জানান, হাসপাতালে ভর্তি করানোর সময় আমার পুত্রবধূ সম্পূর্ণ সুস্থ ছিল। সোমবার সকাল ৭টায় তাকে ওটিতে নিয়ে যাওয়া হয়। সারাদিন তাকে ওটিতেই রেখে দেওয়া হয়। রাত ৮টার দিকে জানানো হয়, প্রসবের সময় শিশুর মৃত্যু হয়েছে।পরে দেখা যায়, সাহিদুনের সারা শরীর রক্তে ভেজা। এর কিছুক্ষণ পরে সে  মারা যায়।

বিএনএ/ ওজি /এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ