22 C
আবহাওয়া
২:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ধানখেত থেকে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

ধানখেত থেকে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

ধানখেত থেকে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে ধানখেত থেকে আব্দুল কাইয়ুম (৪৮) নামে এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ মে) বেলা ১২ টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের পশ্চিমের হুতিবন্দ এলাকার ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল কাইয়ুম চর আলগী ইউনিয়নের সোলাইমান মন্ডলের ছেলে এবং ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায় মঙ্গলবার (২ মে) সন্ধার পর ইউনিয়নের পাগলার মোড় শেখ রাসেল একতার বাজার থেকে থেকে মাছ ও সবজি আনতে গিয়ে আব্দুল কাইয়ুম নিঁখোজ হয়। পরে ওই দিন রাতে তাকে খোঁজাখুজি করেও তার পরিবারের সদস্যরা তাকে পায়নি। পরদিন সকালে স্থানীয়রা তার মরদেহ ধানখেতে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল কাইয়ুমের মরদেহ উদ্ধার করে। এসময় তার মরদেহের পাশে বাজার থেকে কেনা মাছ ও সবজি পড়ে থাকতে দেখা যায়।

ওসি ফারুক আহমেদ বলেন, মরদেহে আঘাতের কোন চিন্হ নেই। ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে তিনি মারা গেছেন। কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/হামিমুর রহমান,বিএম

Loading


শিরোনাম বিএনএ
সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব ৩০ নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে সহ:প্র.শিক্ষকের ৯৫৭২ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল : সোমবার হাজির হচ্ছেন সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জন ব্রিটিশ হাইকমিশনার সকাশে বিএনপির প্রতিনিধি দল আয়কর রিটার্ন দাখিলের সময় বেড়েছে জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে--ভূমি উপদেষ্টা প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকতে চায় না অন্তর্বতী সরকার- উপদেষ্টা ফরিদা পাবর্ত্যবাসীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আলুর কেজি ৪০০ টাকা! সপ্তাহে চারদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে চট্টগ্রাম বিমানবন্দর