27 C
আবহাওয়া
৩:০৮ অপরাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » মিয়ানমারে দুসহস্রাধিক বন্দির মুক্তি

মিয়ানমারে দুসহস্রাধিক বন্দির মুক্তি

মিয়ানমারে দুসহস্রাধিক বন্দির মুক্তি

বিশ্ব ডেস্ক:  মায়ানমার জান্তা ভিন্নমতের জন্য জেলে থাকা ২হাজার১৫৩ বন্দিকে মুক্তি দিয়েছে। খবর এএফপির।

বুধবার(৩মে ২০২৩) খবরে বলা হয়, মিয়ানমারের জান্তা ঘোষণা করেছে যে এটি একটি আইনের অধীনে কারাগারে বন্দী ২০০০ এরও বেশি বন্দিকে ক্ষমা করেছে যা সেনাবাহিনীর বিরুদ্ধে উৎসাহিত ভিন্নমতকে অপরাধী করে।

সামরিক জান্তা এক বিবৃতিতে বলেছে, বৌদ্ধ উৎসব কাসোনে পূর্ণিমা দিবস উপলক্ষে দণ্ডবিধি ৫০৫ (এ) এর অধীনে সাজা ভোগ করা ২১৫৩ বন্দীদের ক্ষমা করা হয়েছে।

আইনটি – যা সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড বহন করে – ২০২১ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা দখল করার পর থেকে ভিন্নমতের বিরুদ্ধে জান্তার ক্র্যাকডাউনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সামরিক বাহিনী “মানুষের শান্তিপূর্ণ মনের জন্য এবং মানবিক কারণে” ক্ষমার আদেশ দিয়েছে।

যারা পুনরায় অপরাধ করে অতিরিক্ত জরিমানা সহ তাদের বাকি সাজা ভোগ করতে হবে, এতে যোগ করা হয়েছে।

একটি স্থানীয় পর্যবেক্ষণ গোষ্ঠীর মতে, সামরিক বাহিনী ড অং সান সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করার এবং দেশকে অশান্তিতে নিমজ্জিত করার পর থেকে ২১হাজারের  বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে।

জাতিসংঘের মতে, ক্ষমতা পুরোপুরি দখলের পর মিয়ানমার জান্তা অন্তত ১৭০ সাংবাদিককে গ্রেপ্তার করেছে।

দেশটি সাধারণত জাতীয় ছুটির দিন বা বৌদ্ধ উৎসব উপলক্ষে হাজার হাজার বন্দিকে সাধারণ ক্ষমা দিয়ে থাকে।

সূত্র :  ইরাবতিডটকম।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ