21 C
আবহাওয়া
৮:১১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ধামরাইয়ে উপজেলা চেয়ারম্যানের ঈদ উপহার সামগ্রী বিতরণ

ধামরাইয়ে উপজেলা চেয়ারম্যানের ঈদ উপহার সামগ্রী বিতরণ


বিএনএ, সাভার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ধামরাইয়ে গরিব, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন। তিনি তার নিজস্ব অর্থায়নে উপজেলার ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নের ৪৩৮টি ঈদ উপহার বিতরণ করেন বলে জানা গেছে।

সপ্তাহব্যাপী কর্মসূচিতে ঈদের দিন বিকাল পর্যন্ত উপজেলার ১৬টি ইউনিয়নের বিভিন্ন গাম-গঞ্জ ও পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে নগদ অর্থ, শাড়ী-লুঙ্গি, পাঞ্জাবী, পোলাওর চাল (চিনিগুঁড়া), চিনি-সেমাই, প্যাকেট দুধ, তেল, আলু, পিঁয়াজ ও মুরগিসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী।

ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন বলেন, বছর ঘুরে একবার ঈদুল ফিতরের ঈদ আসে। তাই হতদরিদ্রদের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমার এই কার্যক্রম। আমি যতদিন বেঁচে থাকব ততদিন এভাবেই হতদরিদ্রদের মুখে হাসি ফুটাতে পাশে থাকব।

বিএনএনিউজ/ইমরান খান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ