বিএনএ, ঢাকা : সাভারের হেমায়েতপুরে জ্বালানি তেল ভর্তি লরি উল্টে পাঁচ গাড়িতে আগুন লাগার ঘটনায় মো. সাকিব (১৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪-এ।
মঙ্গলবার (০২ এপ্রিল) দিনগত রাত ১টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। তার শরীরের ১০০ শতাংশই পুড়ে গিয়েছিল।
বুধবার (০৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সাকিব বরগুনা সদর উপজেলার মো. আবেদ আলীর ছেলে। সে ট্রাকের হেলপার (চালকের সহযোগী) ছিল।
নিহত সাকিবের ভাই নাইম বলেন, গত ৪ মাস ধরে ট্রাকের হেলপার হিসাবে কাজ নেয় সাকিব। ট্রাকের চালক হেলাল হাওলাদারের ট্রাকে বরগুনা থেকে তরমুজ লোড দিয়ে গাজিপুর যাচ্ছিল সে। গতকাল সকালে জানতে পারি সাভারের দুর্ঘটনায় সাকিব দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছে। হাসপাতালে গিয়ে দেখি আমার ভাইয়ের সারা শরীর পুড়ে গেছে। গত রাতে তার মৃত্যু হয়। এর আগে রাত সাড়ে ৯টার দিকে ট্রাকের চালক হেলাল হাওলাদারেরও মৃত্যু হয়।
প্রসঙ্গত, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে সাভারের হেমায়েতপুরের জোরপুল এলাকার একটি জ্বালানি তেলের ট্যাংকার উল্টে আগুন ধরে যায়। এ ঘটনায় ট্যাংকারের আশেপাশে থাকা চারটি ট্রাক ও একটি প্রাইভেটকার পুড়ে যায়।
বিএনএনিউজ/এইচ.এম।