25 C
আবহাওয়া
৩:১৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে চাকতাই খালে সুইচ গেইট তৈরি সম্পন্ন

চট্টগ্রামে চাকতাই খালে সুইচ গেইট তৈরি সম্পন্ন

চাকতাই খালে প্রস্তুত সুইচ গেইট

চট্টগ্রাম:  চট্টগ্রামের দু:খ বলে পরিচিত চাকতাই খালের মাথায় কর্ণফুলী নদীর মুখে তৈরি করা হয়েছে সুইচ গেইট।শহরের সুদীর্ঘ কালের  জলাবদ্ধতারোধে এই  সুইচ গেইট তৈরি করা হয়েছে।বর্ষাকালে কর্ণফুলী নদীর জোয়ারের পানিতে যাতে শহরের নিম্নাঞ্চল প্লাবিত না হয় সে কারণে এই  সুইচ গেইট প্রকল্প গ্রহণ করা হয়।

৭০ ও ৮০ দশকে চট্টগ্রামে এখনকার মত  জলাবদ্ধতা সমস্যা ছিল না। পাহাড় কর্তন, খাল দখল, পুকুর ও জলাশয় ভরাট করে বসত ঘর, ভাড়া ঘর নির্মাণ , কলকারখানা তৈরি ইত্যাদি কারণে  ১৯৯০ সালের পর হতে চট্টগ্রামে জলাবদ্ধতা সমস্যা দেখা দেয়।

বিএনএনিউজ24,জিএন

Loading


শিরোনাম বিএনএ