বিএনএ, নোবিপ্রবি (নোয়াখালী) : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(নোবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং(নোবিপ্রবি) বিভাগের সংগঠন ‘নোবিপ্রবি সিএসটিই ক্লাব’ নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রোববার(৩ এপ্রিল) ক্লাবটির ২৯ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিভাগটির ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাকারিয়া নোমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম মোহাম্মদ শাহরিয়ার।
কমিটিতে নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি(প্রোগ্রামিং) মো. মাহবুবুর রহমান, সহ-সভাপতি (আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স এন্ড রোবোটিকস) মোহাম্মদ রনি, সহ-সভাপতি (নেটওয়ার্কিং) তাজুল ইসলাম, সহ-সভাপতি (ইভেন্ট ম্যানেজমেন্ট) মো. জোবায়ের আলম রাফি, সহ-সভাপতি ( সাংস্কৃতিক) বিপাশা মজুমদার, সহ-সভাপতি (স্পোর্টস) মো. মোজাম্মেল হক জয়, যুগ্ম-সাধারণ সম্পাদক (এডমিন) মো. আরাফাতুল হক আশিক, যুগ্ম-সাধারণ সম্পাদক(টেকনিক্যাল) জাবেদ কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক মো. আহনাফ মোত্তাকি চৌধুরী, প্রচার সম্পাদক মো. ফজলুল আজিম, কোষাধ্যক্ষ সানজিদা আক্তার তামান্না।
এছাড়া কমিটিতে অন্তু চৌধুরী, মো. ইমরান খান, মহিউদ্দিন হাসান, নাইম তারেক, মো. ফয়সাল আহমেদ, দিদারুল ইসলাম দিদার , রেজাউল করিম ও ফারদিনুল হক, রাহাদ ইবনে আলম, খাদিজাতুল কোবরা, শান্তা খাতুন, আনগাংবা সিংহা, পূজা ধর, হাসিবুল ইসলাম, জাবেদ হোসেন আরিফ ও আতাহার উদ্দিন পুলক কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।
বিএনএনিউজ/শাফি/এইচ.এম।