20 C
আবহাওয়া
৬:০৯ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » বিতর্কে ঢাবিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে কুবি

বিতর্কে ঢাবিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে কুবি


বিএনএ, কুবি (কুমিল্লা) : জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের স্মৃতি চিরন্তন দলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিতর্ক টিম দীপশিখা।

রোববার (৩এপ্রিল)  সন্ধ্যায় ঢাকার রামপুরায় অবস্থিত জাতীয় টেলিভিশনের কার্যালয়ে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিতর্কের বিষয় ছিলো ‘মৌলবাদ বিরোধী লড়াইয়ে তরুণ সমাজই প্রধান ভূমিকা রাখতে পারে’। বিতর্কে পক্ষ দল ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল টিম এবং বিপক্ষ দল ছিলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় টিম। কুমিল্লা বিশ্ববিদ্যালয় টিমের সদস্যরা হলেন, আল নাঈম, কাওসার আহমেদ বাঁধন এবং সাদিয়া আফরিন দীপা। ছাড়াও ফারিদ মুস্তাকিম, দেবব্রত রায় চৌধুরী, মো. আতিকুজ্জামান, ধ্রুব চন্দ্র দেব। কুমিল্লা বিশ্ববিদ্যালয় টিমের তত্বাবধানে ছিলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মাহবুব স্যার।

প্রতিযোগিতায় সেরা বিতর্কিক হোন দলনেতা সাদিয়া আফরিন দীপা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জয়ের বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি আল নাঈম বলেন, জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় নিজ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে পারাটা খুব সৌভাগ্যের। আর সেই প্রতিনিধিত্বের মাধ্যমে যদি জয় আসে, তাহলে তার আনন্দ একটু বেশিই। কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি সবসময় বিতার্কিক তৈরি ও বিতর্কের গুনগত মান বৃদ্ধির জন্য কাজ করেছে। সামনেও কাজ করে যাবে।

বিএনএনিউজ/ হাবিবুর রহমান/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ