26 C
আবহাওয়া
২:৫৮ অপরাহ্ণ - ডিসেম্বর ৪, ২০২৪
Bnanews24.com
Home » ফের মার্কিন কংগ্রেস ভবনে হামলার চেষ্টা, নিহত ২

ফের মার্কিন কংগ্রেস ভবনে হামলার চেষ্টা, নিহত ২

হামলা

বিএনএ বিশ্ব ডেস্ক, ঢাকা: যুক্তরা‌ষ্ট্রের কং‌গ্রেস ভব‌নের কা‌ছে নিরাপত্তায় নি‌য়ো‌জিত পু‌লিশ সদস্য‌দের ওপর গা‌ড়ি চা‌লি‌য়ে দেওয়ার চেষ্টা হ‌য়ে‌ছে। এ সময় ক্যা‌পিটল পু‌লি‌শের এক সদস্যসহ হামলাকারী নিহত হ‌য়ে‌ছেন।

শুক্রবার (২ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। গত ৬ জানুয়া‌রি দেশ‌টির সা‌বেক প্রে‌সি‌ডেন্ট ডোনাল্ড ট্রা‌ম্পের উগ্রপন্থি সদস্য‌দের ক্যা‌পিটল ভব‌নে তাণ্ড‌বের প্রায় তিন মা‌সের ম‌ধ্যে আবারও এই হামলার ঘটনা ঘট‌ল।

ক্যা‌পিটল পু‌লিশ জানিয়েছে, এক হামলাকারী ওয়া‌শিংট‌নে ক্যা‌পিটল ভবনের এক‌টি প্র‌বেশমু‌খে পু‌লিশ সদস্য‌দের ওপর গা‌ড়ি চা‌লি‌য়ে দেওয়ার চেষ্টা ক‌রে। প‌রে গা‌ড়ি থে‌কে নে‌মে ছু‌রি নি‌য়ে পু‌লি‌শের ওপর হামলা চালান তি‌নি। এ সময় পু‌লি‌শের এক সদস্য মারা যান এবং আরেকজন আহত হ‌য়ে‌ছেন।

প‌রে পু‌লিশ গু‌লি চা‌লি‌য়ে ওই হামলাকারী‌কে হত্যা ক‌রে। ত‌বে এই হামলার স‌ঙ্গে সন্ত্রাসবা‌দের কো‌নো সম্পর্ক নেই ব‌লে জা‌নি‌য়ে‌ছে কর্তৃপক্ষ। হামলার পরপর ক্যা‌পিটল ভবন লকডাউন ক‌রে‌ছে পু‌লিশ।

ওয়াশিংটন ডিসি পুলিশের ভারপ্রাপ্ত প্রধান রবার্ট কনটে এক সংবাদ সম্মেলনে বলেছেন, এখন পর্যন্ত এই হামলাকে সন্ত্রাসবাদের ঘটনা বলে মনে হচ্ছে না। এক বিবৃতিতে তিনি ওই পুলিশ কর্মকর্তার নাম উইলিয়াম বিলি ইভান্স বলে উল্লেখ করেছেন।

তিনি ক্যাপিটল পুলিশে তিনি ১৮ বছর ধরে কাজ করছিলেন। তদন্তের কাজ করছেন এমন দুইজন আইন-শৃঙ্খলা বিভাগের সূত্র বলছে সন্দেহভাজন হামলাকারীর বয়স ২৫ বছর। তদন্তের সঙ্গে জড়িত দুজন কর্মকর্তারা সিবিএস নিউজকে বলেছেন, সন্দেহভাজন হামলাকারীর নাম নোয়াহ গ্রিন। সে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের বাসিন্দা।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ