19 C
আবহাওয়া
৩:৫৮ পূর্বাহ্ণ - ফেব্রুয়ারি ৪, ২০২৫
Bnanews24.com
Home » রিসার্চ ছাড়া ফুড রিলেটেড প্রজেক্ট লঞ্চ করা যাবে না–উপদেষ্টা শারমীন

রিসার্চ ছাড়া ফুড রিলেটেড প্রজেক্ট লঞ্চ করা যাবে না–উপদেষ্টা শারমীন

মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ

ঢাকা :  মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, পুষ্টি চাল নিয়ে যেহেতু কোনো গবেষণা নেই, তাই এই চাল পুষ্টির ঘাটতি কতটা পূরণ করে তা নিয়ে উৎকণ্ঠা রয়েছে।

তিনি বলেন, ফর্টিফাইড রাইসের বিশাল বাজেট। কোনো রিসার্চ ডকুমেন্ট পাওয়া যায়নি, এই ফর্টিফাইড রাইস নিয়ে। পর্যাপ্ত মনিটরিং রিপোর্ট ও রিসার্চ নেই উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমার দেশের খাবার মানুষের পুষ্টির চাহিদা পূরণ করতে পারে। রিসার্চ ছাড়া কোনো নিউট্রিশন বা ফুড রিলেটেড প্রজেক্ট লঞ্চ করা যাবে না।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকায় একটি হোটেলে নিউট্রিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড আয়োজিত ‘বাংলাদেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরো পুষ্টি সংবেদনশীল করে তোলা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, গ্রামীণ দরিদ্র গর্ভবতী মায়েদের স্বাস্থ্য ও পুষ্টির চাহিদা পূরণের জন্য প্রতি মাসে ৮০০ টাকা হারে ৩৬ মাস ভাতা দেওয়া হয়, যা দিয়ে দারিদ্র্যকে অপমান করা হয়।

মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা আরও বলেন, ইউনিসেফ ডাটা বলছে ১০০ জনের মধ্যে ৪৬ জনকে ভুল সার্ভিস দেওয়া হচ্ছে অর্থাৎ চাল বা ভাত যার কাছে যাওয়ার কথা সেখানে যাচ্ছে না। আমাদের কোনো টার্গেটিং স্ট্রাটেজি ভালো নেই, এজন্য মন্ত্রণালয়গুলোর দায় নিতে হবে। তিনি বলেন, রিভিউ করতে হবে এবং নতুন লিস্ট তৈরি করতে হবে। একটা ডেটাবেইজড ডিজিটালি আপলোড করতে হবে যাতে যাদের পাওয়া উচিত তাদের কাছে পৌঁছবে।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন,  সামাজিক নিরাপত্তা কর্মসূচি দরিদ্র, অসহায় ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেবার হাতিয়ার। দারিদ্র্যের সূচকে বাংলাদেশের উন্নতি ঘটেছে কিন্তু পুষ্টিমানে আমরা অনেক পিছিয়ে আছি। দরিদ্র শিশুদের বেড়ে ওঠা ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্য ও পুষ্টির চাহিদা পূরণের ওপর জোর দিতে হবে।

গোলটেবিল বৈঠকে নিউট্রিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আসফিয়া আজিমের সঞ্চালনায় বৈঠকে অন্যান্যের মধ্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় শাখার অতিরিক্ত সচিব মোঃ খালেদ হাসান, নিউট্রিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাইকা সিরাজ, ডব্লিউএফপির সামাজিক সুরক্ষার মোহাম্মদ মামুনুর রশিদ, বিশ্বব্যাংকের সিনিয়র স্বাস্থ্য বিশেষজ্ঞ ওয়াসেক এ রেজা, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার স্বাস্থ্য প্রযুক্তি বিশেষজ্ঞ ডাক্তার মোমেনা খাতুন, মানুষের জন্য ফাউন্ডেশন’র সিনিয়র সমন্বয়ক মোঃ জিয়াউল করিম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র পলিসি অ্যাডভাইজার ওসমান হারুনী এবং বিএনসিসির মহাপরিচালক ডাক্তার মোঃ মাহবুবুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার তিতাসের অভিযানে আরও ৮শ’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রিসার্চ ছাড়া ফুড রিলেটেড প্রজেক্ট লঞ্চ করা যাবে না--উপদেষ্টা শারমীন শ্রম মন্ত্রণালয়ের ২১০ কর্মকর্তা-কর্মচারী একযোগে বদলি সাংবাদিক শিল্পীর পরিবারকে অবরুদ্ধ, বিচার দাবি সিএমইউজের একুশে পদকপ্রাপ্তদের গ্রুপ ফটোসেশনের রেওয়াজ পরিবর্তন হচ্ছে বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ তিতুমীর শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষা মন্ত্রণালয়ে বিবৃতি জুলাই বিপ্লবের চেতনা সবার মাঝে জাগ্রত রাখতে হবে-পার্বত্য উপদেষ্টা বায়ুদূষণ ও পলিথিন বিরোধী অভিযান: ৪০ লাখ টাকা জরিমানা