22 C
আবহাওয়া
৯:৫৫ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » দুবাইয়ে হাটহাজারী প্রবাসীর মৃত্যু

দুবাইয়ে হাটহাজারী প্রবাসীর মৃত্যু

দুবাইয়ে হাটহাজারী প্রবাসীর মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম: মধ্যপ্রাচ্যের দেশ দুবাইয়ে স্ট্রোক করে মো.মানিক (৪৬) নামের হাটহাজারীর এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালের দিকে নিহতের ভাইপো মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে গতকাল রবিবার দুবাই সময় বিকাল সাড়ে পাঁচটা এবং বাংলাদেশ সময় রাত সাড়ে আটটার দিকে তিনি দুবাইয়ের আজমান শহরস্থ নিজ রাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, দুই সন্তানের পিতা মানিক দেশে ছুটি কাটিয়ে গত সাত আট মাস পূর্বে দুবাই নিজ কর্মস্থলে পুনরায় ফিরে যান। পেশায় তিনি একজন পেইন্টার ছিলেন। ঘটনারদিন বিকালে দুবাইয়ের আজমান শহরস্থ নিজ রুমে হঠাৎ স্ট্রোক জনিত কারনে তার মৃত্যু হয়।

নিহত প্রবাসী মানিক হাটহাজারী পৌরসভার ২নং ওয়ার্ডের মধ্যম দেওয়াননগর এলাকার আবু কালাম সওদাগর বাড়ির বাসিন্দা। বর্তমান নিহতের মরদেহ দুবাইয়ের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। দুবাইয়ের আইনি প্রক্রিয়া শেষ হলে তার মরদেহ দেশে আনা সম্ভব হবে বলে জানা গেছে।

নিহতের ভাইপো মনসুর জানান, জীবিকার তাগিদে গত প্রায় ১৯/২০ বছর পূর্বে তিনি প্রবাসে পাড়ি জমিয়েছিলেন। তিনি মো. মনির (১৬) ও তানহা (১৪) নামে দুই সন্তানের পিতা ছিলেন। এদিকে প্রবাসী মানিকের হঠাৎ মৃত্যুর এ খবর নিজ গ্রামের বাড়িতে আসলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ