বিএনএ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তের ওপারে চার বাংলাদেশিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করেছে বলে জানা গেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোরে রাধানগর ইউপির রোকনপুর সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের সময় তাদের আটক করে ভারতীয় নাগরিকরা। পরে তাদের বিএসএফের হাতে তুলে দেয় তারা।
আটকরা গরু চোরাচালানের সঙ্গে জড়িত বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো। এ বিষয়টি নিশ্চিত করেছেন রাধানগর ইউপির ৫নং ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম।
স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা চার বাংলাদেশি আটকের বিষয়টি নিশ্চিত করলেও এ তথ্য নিশ্চিত করা হয়নি বিজিবির পক্ষ থেকে। ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ককে একাধিকবার ফোন করলেও ফোন ধরেননি ।
স্থানীয়রা জানিয়েছে, আটকরা হলেন- একই ইউপির রোকনপুর গ্রামের মহবুল আলমের ছেলে মো. মুকুল ইসলাম (২৮), মোশারফ আলীর ছেলে আব্দুল আলিম (২৬), দামইল গ্রামের ইসহাকের ছেলে দুরুল হুদা (৩০) ও সাগরইল গ্রামের মতিউর রহমানের ছেলে মো. বাবু (২৫)।
আটক মুকুলের চাচা আমিরুল ইসলাম জানান, রাতে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন ওই চার বাংলাদেশি। এ সময় ভারতীয় নাগরিকরা তাদের ধরে বিএসএফের কাছে সোপর্দ করে।
বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী